Friday, October 31, 2014

থৈ

পুরনো রিম
পুরনো ঝিম
মেঘলা দিনের পর

পুরনো আন
পুরনো চান
লুকনো চানের ঘর

দিচ্ছি ডুব
দিচ্ছি খুব
পাণ্ডুলিপি থৈ

মরচে রোদ
নিচ্ছে শোধ
ছায়ায় পাতে ছই

তুমিও নাও
তলিয়ে দাও
অতল পরশ-পুর

দেখবে জল
কত সজল
মায়ায় কাঁপায় সুর




2 comments:

  1. দুর্দান্ত একটি ব্লগ​----
    লিখে যাও----
    :D

    ReplyDelete
  2. মন ভোমর
    হয় রে পর
    সাঁঝ -দুপর
    রান্না ।
    নাই রে শেষ
    দুখ অশেষ
    দিচ্ছে বেশ
    কান্না ।।

    ReplyDelete