Thursday, October 30, 2014

মেয়ে-পুর
তরুবতী
তার চেয়ে উদ্ভিন্না নারী,
উদ্ভিদ হলে তোর হত উপকার।
রোদ সেঁকে সেঁকে পেতিস শ্বেতসার
পত্র পাতে আহা রে , আহার-
রোদে পুড়ে অমন কালিন্দী কি হতিস ?

বিয়ে না হলেও চলত তখন।
নিষেক করেই হত অভিষেক
দুষ্টু হাওয়ার মিষ্টি নির্বন্ধে

সব্ধ্যে হলেই 
সংটি সেজে রংটি মেখে
চেয়ারে বসে নিচু মুখে
মাঝরাস্তায় উঁচু বুকে
দাঁড়াতে হত না।
বুক ফুলিয়ে একটি পায়ে
দিব্য হতিস খাড়া।

কালবোশেখি লুটিয়ে দিলে পথে
কেমন প্রতি অঙ্গ
জ্বালাত সভ্যতম আগুন
সভ্যতার মূলে 

ধোঁয়ার খোঁপা ঢের ঘনাত
ঝরা পাতার চুলে ...






No comments:

Post a Comment