Tuesday, October 28, 2014

Mitralap


হ্যাঁ, মিত্রালাপ-ই নাম রাখলাম। আমি, মৌমিতা মিত্র, এই ব্লগের মাধ্যমে আমার পরম মিত্রদের সঙ্গে আলাপ-চারিতায় মেতে উঠতে চলেছি।
আসলে আমাদের সকলের মনের কোণেই একজন ঘোমটা পরা বউ লুকিয়ে থাকে, যার বুক ফাটে তো মুখ ফোটেনা।অথচ, মনের মধ্যে অবিরাম বয়ে চলে কথার নদী,মনের মানুষের মোহনায় পৌঁছে ভাবের সমুদ্রে বিলীন হতে পারলে তবেই তার শান্তি। এই মিত্রালাপ-ই আমার সেই মোহনা- যার একদিকে আমি, আর এক দিকে আপনারা।
দেখি, আমার অন্তর-মহলের কথা ও কাহিনী কেমন আপনাদের রোদ্দুর মেখে সোনায় সোনা হয়ে ওঠে।

No comments:

Post a Comment