Wednesday, October 29, 2014

kobita

মেয়ে -পুর
গর্ভ
নারায়ণ ভেসে আছেন জলে।
নাড়ি-সর্প ছত্রাকার করে
নারায়ণ অনন্ত ঘুমোন।
নাভিমূলে মৃণাল মৃন্ময়ী ।
এক হাত গুটনো শঙ্খ;
আর একটি কমল-দল মেলা,
একটি পা গদা ছোঁড়ে জলজ গরাদে
অন্যটি চক্কর কাটে জলে।
সমুদ্রে ভাসে খাদ্যপ্রাণ;
নারায়ণ অচেতনে খেয়ে 
মেদ বাড়ান।

মেদিনী শুধু দিবস গুণে যায়
নিঃস্ব হয়ে বিশ্বরূপ দেখার প্রতীক্ষায়






No comments:

Post a Comment