সতেরো বাই টু সি
সতেরো বাই টু সি
নেবুতলা রোডের বারান্দা থেকে
এলিয়ে পড়েছে
এলোকেশী গোলাপের ঢল।
এক পশলা আঙ্গুলে
তাদের ভিজিয়ে দিলে তুমি,
তারপর
জল নম্র মেঘের মত
নেমে এসে
একটু নিলে শুঁকে
আর আমি নিলাম...
বুকে
সতেরো বাই টু সি
নেবুতলা রোডের বারান্দা থেকে
এলিয়ে পড়েছে
এলোকেশী গোলাপের ঢল।
এক পশলা আঙ্গুলে
তাদের ভিজিয়ে দিলে তুমি,
তারপর
জল নম্র মেঘের মত
নেমে এসে
একটু নিলে শুঁকে
আর আমি নিলাম...
বুকে
aei arun aloi, hridoyy dhuiee daoooooo
ReplyDeletealoker ei jharna dharaiii dhuiyee daoooooo
Biswa hridoy hote dhawa aloi pagol probhat hawaaaaaaaaaaaaaaa
ReplyDeleteদারুন.....মনে পড়ে গেলো ১৭ বাই ২ সি নেবুতলা তে আমার বাড়ি র কথা।
ReplyDelete:)
আহা কতদিন যাইনি সেই বাড়িতে------