Thursday, October 30, 2014

প্রশ্ন উঠতেই পারে, আমি মিত্রালাপ করতে গিয়ে শুরুতেই মেয়ে-পুরের ফিস-ফাস, তত্ত্ব তালাশের খুঁটিনাটি নিয়ে পড়লাম কেন ? কারণটা আর কিছুই নয়,

আমি নিজে একজন মেয়ে, তাই মেয়ে-পুরের হরেক বৃত্তান্ত আমার চোখে এমন করে ভাসে, যেন অচিন- গাঁয়ের সেই ছোট্ট হাজা-মজা নদীতে একদল পাতিহাঁস প্যাঁক প্যাঁক করে ভেসে বেড়াচ্ছে বা আকাশের কোলে ভেসে বেড়াচ্ছে খণ্ড ক্ষুদ্র মেঘের দল।

মেঘেদের আবার রকমসকম কম নয়।কোনওটা সোনার রোদ্দুরে মোড়া; কোনও টা আবার আদুরে তুলো, একটা যদি সিঁদুর-গোলা;আর একখানা ঘন কালো। যেমন রঙ; তেমন ঢঙ। বিপদ, বৃষ্টি, প্রজ্ঞা- দৃষ্টি, নির্মল আনন্দ- এক একটা মেঘের অবদান সংসারে এক একরকম।আমাদের মানুষ - পুরের বৃত্তান্ত ও তেমনি সুখের, দুখের, হাসি-কান্নার, হীরা - পান্নার। এই দেখুন, মেয়ে-পুরের কথা বলতে গিয়ে মানুষ-পুরে এসে পড়লাম। কি করি, দুটোই যে একই কথা; একের কথা। 
তাই মিত্রালাপের মিত্রদের কাছে আমার অনুরোধ, মেয়ে হয়ে জন্মাবার সুবাদে অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকে যদি মেয়ে- পুরের কথা দু- চারটে বেশি লিখি, ভাববেন না যেন আমি মেয়ে মানুষ। 

হ্যাঁ, মিত্রালাপ এর মিত্রদের একটাই পরিচয়, - মানুষ। আসুন, আমরা মানুষ-পুরের বাসিন্দা হই, প্রতিটি মানুষ-ঘরে পৌঁছে দিই মনের মানুষে্র ঠিকানা।

1 comment:

  1. Ami soubhaggoban j ami aei akta chooto misti manuspurer member hate cholechee, tmra ki nebe amai satheeee,,,,,

    ReplyDelete