Friday, October 31, 2014

থৈ

পুরনো রিম
পুরনো ঝিম
মেঘলা দিনের পর

পুরনো আন
পুরনো চান
লুকনো চানের ঘর

দিচ্ছি ডুব
দিচ্ছি খুব
পাণ্ডুলিপি থৈ

মরচে রোদ
নিচ্ছে শোধ
ছায়ায় পাতে ছই

তুমিও নাও
তলিয়ে দাও
অতল পরশ-পুর

দেখবে জল
কত সজল
মায়ায় কাঁপায় সুর




সতেরো বাই টু সি

সতেরো বাই টু সি
নেবুতলা রোডের বারান্দা থেকে
এলিয়ে পড়েছে 
এলোকেশী গোলাপের ঢল।

এক পশলা আঙ্গুলে 
তাদের ভিজিয়ে দিলে তুমি,
তারপর
জল নম্র মেঘের মত
নেমে এসে
একটু নিলে শুঁকে

আর আমি নিলাম...

বুকে



Thursday, October 30, 2014

প্রশ্ন উঠতেই পারে, আমি মিত্রালাপ করতে গিয়ে শুরুতেই মেয়ে-পুরের ফিস-ফাস, তত্ত্ব তালাশের খুঁটিনাটি নিয়ে পড়লাম কেন ? কারণটা আর কিছুই নয়,

আমি নিজে একজন মেয়ে, তাই মেয়ে-পুরের হরেক বৃত্তান্ত আমার চোখে এমন করে ভাসে, যেন অচিন- গাঁয়ের সেই ছোট্ট হাজা-মজা নদীতে একদল পাতিহাঁস প্যাঁক প্যাঁক করে ভেসে বেড়াচ্ছে বা আকাশের কোলে ভেসে বেড়াচ্ছে খণ্ড ক্ষুদ্র মেঘের দল।
মেয়ে-পুর
তরুবতী
তার চেয়ে উদ্ভিন্না নারী,
উদ্ভিদ হলে তোর হত উপকার।
রোদ সেঁকে সেঁকে পেতিস শ্বেতসার
পত্র পাতে আহা রে , আহার-
রোদে পুড়ে অমন কালিন্দী কি হতিস ?

বিয়ে না হলেও চলত তখন।
নিষেক করেই হত অভিষেক
দুষ্টু হাওয়ার মিষ্টি নির্বন্ধে

সব্ধ্যে হলেই 
সংটি সেজে রংটি মেখে
চেয়ারে বসে নিচু মুখে
মাঝরাস্তায় উঁচু বুকে
দাঁড়াতে হত না।
বুক ফুলিয়ে একটি পায়ে
দিব্য হতিস খাড়া।

কালবোশেখি লুটিয়ে দিলে পথে
কেমন প্রতি অঙ্গ
জ্বালাত সভ্যতম আগুন
সভ্যতার মূলে 

ধোঁয়ার খোঁপা ঢের ঘনাত
ঝরা পাতার চুলে ...






Wednesday, October 29, 2014

kobita

মেয়ে -পুর
গর্ভ
নারায়ণ ভেসে আছেন জলে।
নাড়ি-সর্প ছত্রাকার করে
নারায়ণ অনন্ত ঘুমোন।
নাভিমূলে মৃণাল মৃন্ময়ী ।
এক হাত গুটনো শঙ্খ;
আর একটি কমল-দল মেলা,
একটি পা গদা ছোঁড়ে জলজ গরাদে
অন্যটি চক্কর কাটে জলে।
সমুদ্রে ভাসে খাদ্যপ্রাণ;
নারায়ণ অচেতনে খেয়ে 
মেদ বাড়ান।

মেদিনী শুধু দিবস গুণে যায়
নিঃস্ব হয়ে বিশ্বরূপ দেখার প্রতীক্ষায়






poems

মেয়ে -পুর 
বুক 
সযতনে খুলেছ খোঁপা 
         ছিড়েছ ইন্দ্রজাল 
সরিয়েছো শরম -কাঁটা 
          মধ্যমনি লাল 

এলোকেশী ,সোহাগ বেশি 
           ফুটল তাতে ফুল 
চোর -চিরুনি চুমুক দিল 
            কুন্তলা কুল কুল 
         

poems

মেয়ে -পুর 
নাভি 
পুরনো প্রেমিকের 
ফেলে যাওয়া আলতার ছাপ..
মেয়েরা পুরে রাখে 
নাভির কোটরে।

কোনদিন রিনরিন 
অসৈরণ শনশন হাওয়া 
উড়ালে অশিষ্ট  সোনালী আঁচল -

গোপন কুয়ো থেকে
স্যাতসেতে ভিজে জল 
এক কোপে টেনে 
সর্দি গলা স্নান ,

তারপর অসতী হাঁফ; 
অসাবিত্রী কাঁপন  
তির তির 
তির তির 
ধীরে ধীরে 
অহল্লার বেশ 

মেয়েরা পুরে রাখে 
নাভির কোটরে 
ঢিল বাঁধা চিঠিদের দেশ...

Tuesday, October 28, 2014

Mitralap


হ্যাঁ, মিত্রালাপ-ই নাম রাখলাম। আমি, মৌমিতা মিত্র, এই ব্লগের মাধ্যমে আমার পরম মিত্রদের সঙ্গে আলাপ-চারিতায় মেতে উঠতে চলেছি।
আসলে আমাদের সকলের মনের কোণেই একজন ঘোমটা পরা বউ লুকিয়ে থাকে, যার বুক ফাটে তো মুখ ফোটেনা।অথচ, মনের মধ্যে অবিরাম বয়ে চলে কথার নদী,মনের মানুষের মোহনায় পৌঁছে ভাবের সমুদ্রে বিলীন হতে পারলে তবেই তার শান্তি। এই মিত্রালাপ-ই আমার সেই মোহনা- যার একদিকে আমি, আর এক দিকে আপনারা।
দেখি, আমার অন্তর-মহলের কথা ও কাহিনী কেমন আপনাদের রোদ্দুর মেখে সোনায় সোনা হয়ে ওঠে।