'শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা'
এই যাওয়া আসা,' আসা যাওয়ার মাঝে' দাঁড়িয়ে আমাদের জীবন।
একটি সাম্প্রতিক চলচ্চিত্র।
কালকেই দেখলাম সিনেমাটা। শুরুতেই প্রায় দু তিন খেপে দেখান হল সিনেমাটি কোন কোন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কি কি পুরষ্কার পেয়েছে। জাতীয় চলচ্চিত্র উৎসবেও শব্দ কারুকলা বিভাগে সিনেমাটি বিজয়ী হয়েছে।
তারপর
শুরু হল
সিনেমা।
আর
আমি ভুলে গেলাম। নিজেকে। নিজের চারপাশ। ঋতুপর্ণ ঘোষ 'সব চরিত্র কাল্পনিক' এ যে যাত্রা শুরু করেছিলেন 'চিত্রাঙ্গদা' এ (যদিও আলোচ্য সিনেমার সঙ্গে এদের বিষয় গত কোন মিল নেই কিন্তু আশয় গত মিল আছে; সম্পর্ক) পথের যে বাঁকে পা রেখেছিলেন, সৃজিত এর 'নির্বাক' যেখানে আকাশে উড়তে গিয়েও গোত্তা খেয়ে খেই হারিয়ে আটকে গেল বুড়ো বটের ডালে- সেখান থেকে এই সিনেমার পরিচালক আদিত্য বিক্রম সে্নগুপ্ত শুরু করলেন।